HTML Tags

ফেসবুক ব্যবহার কারীরা ট্যাগ শব্দটির সাথে ব্যপকভাবে পরিচিত। আপনি একটি ছবি পোস্ট করলেন কিন্তু আপনার বন্ধুরা দেখছেনা বা দেখলেও কমেন্টস করছেনা । তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়ার জন্য ট্যাগ করে দিলেই হয়। এবার আর এক প্রকার ট্যাগ এর কথায় আসি। এটা হল প্রাইস ট্যাগ।  কোন পণ্যের দাম ক্রেতার দৃষ্টিগোচর করার জন্যে পণ্যের গায়ে মূল্য লেখা একধরণের কার্ড ঝোলানো থাকে, একে প্রাইস ট্যাগ বলে। ট্যাগ শব্দের বাংলা অর্থ ঝুলানো। অর্থাৎ কোন কিছু কারো দৃষ্টি গোচর করানোর উদ্দেশে বিশেষ কোন লেখা বা কার্ড চোখের সামনে ঝুলিয়ে দেয়াটাই ট্যাগ। তেমনি আমাদের তৈরী ডকুমেন্টের কোন কোন এলিমেন্ট ভিসিটরদের সামনে প্রদর্শন করা হবে তা ব্রাউজারকে ট্যাগ দিয়ে দেখিয়ে দেয়া হয়।
Tag কী: ট্যাগ হল HTML Documents এর একটি এলিমেন্টস যা ব্রাউজারে প্রদর্শন করা হবে এমন এলিমেন্টসকে নির্দেশ করে।
একটি সম্পূর্ণ ওয়েব সাইটে অনেক ট্যাগ থাকে যা আমরা দেখতে পাই না। আমরা যখন নিজেরা ওয়েব সাইট তৈরী করব তখন দেখব কত প্রকার ট্যাগ ব্যবহার করে এলিমেন্টস গুলো প্রদর্শন যোগ্য করে তোলা হয়। আজ আমরা সর্ব প্রথম এবং একটি গুরুত্বপূর্ণ ট্যাগ নিয়ে আলোচনা করব। এটি হল হেডিং ট্যাগ। 

Heading Tag:
<h1> থেকে <h6> দিয়ে হেডিং ট্যাগকে প্রকাশ করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হেডিং কে <h1> এবং সবচেয়ে কম গুরুত্বপূর্ণ হেডিং কে <h6> ট্যাগ দিয়ে প্রকাশ করা হয়। নিচে একটি উদাহরণ দেয়া হল। 
<h1> this is the most important heading</h1>
<h2> this is less important than h1 heading</h2>
<h3> this heading is less important than above heading</h3>
এভাবে <h6> পর্যন্ত হেডিং দেয়া যায়। 

মনে রাখবেন হেডিং খুবই গুরুত্বপূর্ণ:
শুধুমাত্র আপনার ওয়েব সাইটের হেডিং প্রদর্শনের জন্যে হেডিং ট্যাগ ব্যবহার করুন। লেখাকে বোল্ড বা মার্ক করার জন্য কখনো হেডিং ট্যাগ ব্যবহার করবেন না। কেননা আপনার ওয়েব সাইটকে সার্চ করা এবং এর কন্টেন্ট ও গঠন বুঝার  জন্যে সার্চ ইঞ্জিন হেডিং ট্যাগ ব্যবহার করে। ব্যবহারকারীর সামনে আপনার ডকুমেন্টের গঠন প্রদর্শনের জন্যে অবশ্যই হেডিং ব্যবহার গুরুত্ব পূর্ণ।

দ্রষ্টব্য: সাইটের প্রধান শিরোনাম প্রদর্শনের জন্যে <h1> ট্যাগ ব্যবহার করুন। এর সংক্ষিপ্ত ব্যখ্যা প্রদানের জন্যে <h2> ট্যাগ এবং পর্যায়ক্রমে কম গুরুত্বপূর্ণ শিরোনামের জন্যে <h6> ট্যাগ পর্যন্ত ব্যবহার করুন।
ধীরে ধীরে আমরা HTML এর গভীরে প্রবেশ করছি। এখন থেকে প্রতিটি লেসন খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি লেসন মনোযোগ সহকারে পড়ুন এবং চর্চা করুন- যত বেশি সম্ভব। তবেই আপনি সফল হয়ে উঠতে পারবেন। আল্লাহ হাফেজ।
পূর্ববর্তী  পরবর্তী

No comments:

Post a Comment