আমরা যারা কম্পিউটারের সাথে পরিচিত, কম্পিউটার ব্যবহার মোটামুটি জানি তাদের খুব ভালোভাবে জানা আছে যে প্রতিটি প্রোগ্রামের জন্য আলাদা সফটওয়্যার আছে যার মাধ্যমে ওই কাঙ্খিত প্রোগ্রাম চালানো যায়। তাই মনে প্রশ্ন আসা স্বাভাবিক যে HTML সংকেত কিভাবে লিখতে হবে? এর জন্য বিশেষ কোন সফটওয়্যার আছে কি না? যদি না থাকে তবে কিভাবে কিভাবে ডিজাইন করতে হবে? এর উত্তর হল হ্যাঁ। HTML এডিট করার জন্যে সফটওয়্যার আছে।
- Adobe Dreamweaver
- Microsoft Expression Web
- Coffee Cup HTML Editor
এবার মূল বিষয়ে আসি। কিভাবে টেক্সট এডিটর ব্যবহার করে সংকেত গুলো লেখা যায়?